Header Ads

Header ADS

The Origin Of Universe In Brief

মহাবিশ্বের বয়স যখন ১ সেকেন্ড,তখন এর তাপমাত্রা ছিল 1 gm/cc।যদি ঐ মুহুর্তে সম্প্রসারণের মাত্রা এক হাজার বিলিয়নের একভাগও কম হতো,তাহলে গোটা বিশ্ব কয়েক মিলিয়ন বৎসরের মধ্যেই ধ্বংস হয়ে যেত।আর যদি অনুরূপ মাত্রায় সম্প্রসারণ বৃদ্ধি পেত,তাহলে গোটা বিশ্ব এমন এক আকার ধারণ করতো যে,তখন মহাকর্ষ শক্তি (Force of Gravitation) দ্বারা নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়তো। মহাবিশ্বের বয়স যখন ১০ থেকে ১০০ সেকেন্ড,তখন হিলিয়াম নিউক্লী (Helium Nuclei) গঠিত হয়।যদি ঐ সময় হিলিয়াম নিউক্লী বিশ্বের সকল প্রোটনকে আত্মীকরণ (absorb) করে নিতো,তাহলে মহাবিশ্ব প্রায় সবটুকুই ডিওটেরিয়াম (Deuterium) বা হিলিয়াম নিউক্লীকে ধরে রাখতো।আর যদি ডিওটেরিয়ামই প্রধান উৎপন্ন বস্তু হতো,তাহলে তারকাগুলো হাইড্রোজেন বোমার মত বিস্ফোরিত হতো। তাপমাত্রা যখন 3000°K এ নেমে আসে,তখন ইলেকট্রন ও প্রোটন থেকে Atom (পরমাণু) তৈয়ারি হয়।অধিকাংশ হাইড্রোজেন Atom এর সাথে কিছু হিলিয়াম নিয়ে বস্তুপিন্ড গঠন করে এবং দূরত্ব বজায় রেখে উড়ে বেড়াতে থাকে।এ অবস্থায় Big Bang সংগঠিত হওয়ার প্রায় 10^10 বৎসর পরে গ্যাস গঠিত বস্তুপিন্ডগুলো মহাকর্ষ শক্তির টানে একত্রিত হয়ে প্রোটোগ্যালাক্সি (Protogalaxy) এবং পরে গ্যালাক্সি(Galaxy)-র জন্ম দেয়।এই কাজে সময় লাগে 250 মিলিয়ন বৎসর।গ্যালাক্সির মধ্যকার ধূলি ও নিউক্লিয়ার গ্যাস থেকে নক্ষত্রপুঞ্জের সৃষ্টি হয়।নক্ষত্রপুঞ্জের মধ্যকার বস্তু যখন ঘনীভূত হয়,তখন ঘূর্ণায়মান সৌর নীহারিকার (Solar Nebula) কেন্দ্রীয় অংশ সংকুচিত হয়ে প্রটোসান (Protosun) গঠন করে।আর বাইরের চক্র-বেড়ী (Outer Rings) গ্রহ,উপগ্রহের জন্ম দেয়।এসব ঘটনা ঘটতে সময় লাগে 750 মিলিয়ন বৎসর। সূর্য সৃষ্টির সাথে সাথেই পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়।বহু অবস্থার মধ্যে দিয়ে পৃথিবী আজকের নাতিশীতোষ্ণ অবস্থায় এসেছে।সৌরজগতের সদস্য,গ্যাস ও ধূলায় ঘূর্ণায়মান লাল উষ্ণ অনুজ্জ্বল গোলকের মতো আমাদের পৃথিবী কম হলেও 460 কোটি বৎসর পূর্বে যাত্রা শুরু করে।তাপমাত্রা পাওয়ার পরে তাকে একটি তরল অবস্থা অতিক্রম করতে হয়।পরবর্তী 1000 মিলিয়ন বৎসর পর এর অনেক স্থানে শক্ত আবরণের সৃষ্টি হয়।বিদ্যুৎ ও আগ্নেয়গিরি ক্রিয়াকলাপ দারুণভাবে আধিক্য লাভ করে এবং একটি বাষ্পীয় পরিমন্ডল একে ঘিরে ফেলে।যখন পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হলো,তখব জলীয় বাষ্প জমে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত শুরু করে।এ বৃষ্টির পানিতে সৃষ্টি হয় লেক,নদী,সাগর-মহাসাগর।

 

No comments

Powered by Blogger.