Header Ads

Header ADS

মেন্ডেলিফের রহস্যজনক খেলা-০১



মেন্ডেলিফের রহস্যজনক খেলা -০১

পর্যায় সারণী আমরা সকলেই চিনি। এর পেছনের একটু আধটু ঘটনা বইয়েও পড়েছি আমরা।  কিন্তু এর পেছনের অতীব আশ্চর্য ঘটনা রয়েছে যা প্রায় সকলেরই অজানা। মেন্ডেলিফ এই পর্যায় সারণী আবিষ্কারের জন্য খেলেছিলেন এক বিস্ময়কর খেলা এবং তা প্রায় পুরোপুরিই সঠিক ছিল! দুই পর্বের ধারাবাহিক লেখনীর প্রথম পর্ব আজ উপস্থাপন করা হলোঃ

মেন্ডেলিফ নাকি পর্যায় সারণীর ধারণাটা পেয়েছিলেন আকস্মিকভাবে! একটি রাসায়নিক দ্রব্য উৎপাদনের কারখানায় কারিগরি সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানের জন্য তারা মেন্ডেলিফকে আমন্ত্রণ জানিয়েছে। যাবার জন্য তৈরিও হয়েছিলেন। কিন্তু বেরোনোর মুখে হঠাৎ কী এল মনে ভদ্রলোক বসে পড়লেন তাঁর পড়ার টেবিলে। কারখানার আমন্ত্রণপত্রের ওপরই খেলার ছলে লিখলেন কিছু মৌল পদার্থের না। ১৮৬৯ সাল,তখনো কেবল ৬৩টা মৌল পদার্থের নাম জেনেছে মানুষ।  লাইব্রেরিতে যেভাবে বই-এর পরিচয়সূচক কার্ড বানানো হয় মেন্ডেলিফ সেই পদ্ধতি মেনে বানালেন মৌল পদার্থের কার্ড। পরিচয়লিপিতে লিখলেন মৌলের নাম,পারমাণবিক ভর,কিছু ভৌত ও রাসায়নিক ধর্ম। এরপর কার্ডগুলো নানাভাবে সাজাতে লাগলেন। সেটাই খেলা। খেলতে খেলতে মগজে বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল এক সংকেত,তিনি আবিষ্কার করলেন এক বিস্ময়কর সত্য।

পরে স্মৃতিচারণ করতে গিয়ে মেন্ডেলিফ লিখেছেন,কোনো যুক্তিতর্ক ছাড়াই আমার মনে হয়েছিল পারমাণবিক ভরের সঙ্গে রাসায়নিক ধর্মের একটা গূড় সম্পর্ক আছে,কিছু সংশয় যে ছিল না তা নয়,কিন্তু,তা সত্ত্বেও আমার সিদ্ধান্তের ব্যাপকতা নিয়ে কোনো সংশয় ছিল না।....


No comments

Powered by Blogger.