Header Ads

Header ADS

সপ্ত আকাশ সম্বন্ধে নানা অজানা তথ্য

আদি অন্তহীন মহাকাশ মহাকর্ষ বলের প্রভাবে সাতটি অঞ্চলে বিভক্ত হয়েছে।এ সাতটি অঞ্চলকে আমরা সপ্ত আকাশ বলে থাকি।
নবম শতাব্দীর বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী 'আল-কারেজমী' সর্বপ্রথম সপ্ত আকাশ সম্পর্কে ধারণা প্রদান করেন।

💌 ১ম আকাশঃআমাদের সৌর জগতের চারটি গ্রহ এই আকাশে অবস্থিত।এগুলো হচ্ছে বুধ (Mercury),শুক্র (Vanus),পৃথিবী (Earth) ও মঙ্গল (Mars)।
সূর্য থেকে এর ব্যাসার্ধ ১৩ আলোক মিনিট!(আলোক মিনিট হচ্ছে আলো প্রতি মিনিটে যে দূরত্ব অতিক্রম করে)।
উল্লেখ্য ১ সেকেন্ডে আলো ৩,০০,০০০ কি.মি পথ অতিক্রম করে থাকে।

💌 ২য় আকাশঃএখানে সৌর জগতের পাঁচটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।এগুলো হলো,১)বৃহস্পতি (Jupiter),২)শনি (Saturn),৩)ইউরেনাস,৪)নেপচুন ও ৫)প্লুটো।

💌 ৩য় আকাশঃএ আকাশ আঞ্চলিক নক্ষত্ররাজি দ্বারা সমৃদ্ধ।নক্ষত্রসমূহ হচ্ছে,Alpha Centauri,Sun,Tau ceti,Barnard Star,Sirius,Procyon,61 cygni & ব্যাসার্ধ ২০ আলোকবর্ষ।

💌 ৪র্থ আকাশঃআমাদের ছায়াপথ 'গ্যালাক্সি’ আকাশ পর্যন্ত বিস্তৃত এবং ব্যাসার্ধ ৫০,০০০ আলোক বর্ষ।পূর্বে এটাকে মহাবিশ্ব মনে করা হতো।এখন এরূপ আরো ২০,০০০ কোটি গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে।আমাদের গ্যালাক্সি মহাকর্ষ বলের বাধ্যবাধকতায় ১০০ বিলিয়ন নক্ষত্র সাথে আবর্তিত হচ্ছে।

💌 ৫ম আকাশঃআঞ্চলিক গ্যালাক্সি মন্ডলী এ অঞ্চলে বিস্তৃত।এদের নাম ARGO,ANDROMEDA, URSA MINOR ইত্যাদি।
এর ব্যাসার্ধ ২০,০০,০০০ আলোকবর্ষ।

💌 ৬ষ্ঠ আকাশঃএখানে রয়েছে আঞ্চলিক সুপার গ্যালাক্সিগুচ্ছ।এগুলো হচ্ছে, Sculptor,Virgo,NGC 5128 ইত্যাদি।এগুলো শূন্য রাজ্যের সবচেয়ে বিশাল আকাশী বস্তু (Celestial Bodies)।মহাকাশে এসব বিশাল আকাশী বস্তুর ব্যবধান তুলনামূলক ব্যাপক।
৭,৫০,০০,০০০ আলোকবর্ষ।

💌 ৭ম আকাশঃআদি অন্তহীন বিশাল মহাবিশ্ব,যার সীমা-পরিসীমা সৃষ্টিকর্তা ব্যতীত কারো জানা নেই।৭ম আকাশে ছায়াপথের সর্বোচ্চ গুচ্ছগুলো অবস্থিত।আর আছে কোয়াসার (Quasars)।জ্যোতিষ্কসমূহের মধ্যে কোয়াসার এক রহস্যময় অদ্ভুদ ধরনের আকাশী বস্তু।এর দূরত্ব ২,০০,০০০,০০০০০০ আলোকবর্ষ।


5 comments:

  1. ওয়েবসাইট ফ্রিকুয়েন্সির আরো ডেভেলপ চাই!

    ReplyDelete
    Replies
    1. Inshallah hobe!Stay with us ❤

      Delete
    2. কবে হইবো শুনি! শ্লা

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.