Header Ads

Header ADS

"@" এর পেছনের রহস্য

@ এর রহস্যঃ

- ইন্টারনেটের ভুবনে যাদের বিচরণ তাদের কাছে '@' প্রতীকটি খুবই পরিচিত।
ই-মেইল বা ইলেকট্রনিক মেইল কোনো ব্যক্তির পরিচিত অ্যাড্রেস (address) নির্দিষ্ট করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়।ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে দূরবর্তী স্থানে বার্তা পাঠানোর এক অভিনব পদ্ধতি।
প্রথম ইমেইলটি প্রেরণ করা হয় অর্পানেট (ARPANET) বা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট নেটওয়ার্ক (Advanced Research Project Agency Network) ব্যবহার করে। @ প্রতীকটি ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বারে লেখা হয় এভাবে - aparesh_2004@yahoo.com।

তবে এই প্রতীকটি কিন্তু সরাসরি সৃষ্টি হয়নি।যাইহোক,ধারণা করা হয়,১৯৭১ সালে বিবিএন-এর কম্পিউটার প্রকৌশলী রেমন্ড স্যামুয়েল টমলিসন (Raymond Samuel Tomlinson) এই প্রতীকটি ই-মেইলের ঠিকানা লেখার জন্য ব্যবহার করেন।

- ইমেইল ব্যবহার করার আগে এই '@' প্রতীকটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত ছিল।যেমন–

ইংল্যান্ড - অথবা
চীন - ছোট ইঁদুর
ডেন্মার্ক - হাতির শুঁড়
সুইডেন -  ঐ
জার্মানি - মাকড়শা বানর
ইটালি - শামুক
ইস্রায়েল - স্ট্রডেল
চেকোশ্লোভাকিয়া - রোলমপস


 

No comments

Powered by Blogger.