নীলস বো'র নিয়ে কবিতা...
কে পারে বর্ণিতে তব গুণাবলী,
ওহে নীলস বো'র,
যদিও অবোধ মোরা
তত্ত্ব তব বড়োই কঠোর।
অর্থ কিছু নাই বুঝি
বিনা বাক্যে করিব নির্ভর
সেই সূত্র চিরন্তন যাহার প্রণেতা তুমি
অথবা কোয়ান্টাম ঈশ্বর!
বলবিদ্যা ভৃত্যুসম
সভয়ে তোমার প্রতি চায়,
তুমি না ভরসা দিলে
ধূলিসাৎ হবে হায় হায়।
কোয়াণ্টাম তব ভয়ে কম্পিত,
চরণে প্রণত ইলেকট্রন।
কক্ষপথে ধায় করে,
তোমার আদেশে বিকিরণ।
অবিরল গতি তুমি অবহেলে করো তুচ্ছ
মৌল সংখ্যা যত,
মূর্খেতে জানিত আজ
সকলি তোমার পদানত।
মূলঃ রাশিয়ান সায়েন্টিস্ট ভি.এ. ফক
অনুবাদঃ অর্ঘ্য আহমেদ
No comments